ফিজিক্যাল সায়েন্স এভাবে সরাসরি বায়োলজিক্যাল সায়েন্সে প্রয়োগ হয়? দারুন ব্যাপার। দিদিভাই বললো, বাইরে থেকে বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এটাই নিয়ম। ধরো এরোপ্লেনে উঠে বসে আছো। সবকিছু ঠিকঠাক আছে। যেই প্লেন টেক অফ করলো তোমার শরীর গতিশীল হলো, স্থান পরিবর্তন করলো। কিন্তু তোমার শরীরের রক্ত, সে স্থিতিশীল থাকতে চাইছে। ফলে শরীরের উপরিভাগের রক্ত দ্রুত নিচে পায়ের দিকে নেমে আসে।
by মালবিকা মিত্র | 01 January, 1970 | 205 | Tags : Gravitation Physical Science Biological Science